অবতক খবর , রবি ঘোষ , লালবাগ :- গতকাল সাংবাদিক বৈঠকে তৃণমূলের জেলা সভাপতি ও মুর্শিদাবাদের সংসদ আবু তাহের খান বলেন , যে আগামী কাল অর্থাৎ আজ শুক্রবার মুর্শিদাবাদের ২২টা বিধান সভায় একই সময়ে বঙ্গধনী যাত্রা শুরু হবে।
সেই মতো আজ লালবাগ কুতুবপুর মোড় থেকে ইন্দ্রজিৎ ধরের নেতৃত্বে ৫এবং ৬ নম্বরের জনগণকে নিয়ে এক বিশাল মিছিল আস্তাবলে জড়ো হয়।
এইরূপ রাসু মন্ডল এবং মুর্শিদাবাদ বিধানসভার বিধায়িকা শ্রীমতি শাওনি সিংহ রায়ের নেতৃত্বে বিশাল মিছিল আস্তাবলে এসে একসঙ্গে শহর পরিক্রমা করে।
এই মিছিল থেকে কেন্দ্রর কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে স্লোগান দেওয়া হয়। এই বঙ্গধনিযাত্রায় জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌর প্রশাসক প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে একটি মিছিল এক সঙ্গে শহর পরিক্রমা করে।
এই মিছিল চক ত্রিপোলি গেটের সামনে শেষ হয়। মিছিল শেষে বিশিষ্ট সমাজসেবী ইন্দ্রজিৎ ধর মিছিলের সবার উদ্দেশে এই বঙ্গধনী পদযাত্রায় বিশাল জমায়েতের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
মিছিল শেষে মাননীয়া বিধায়িকা শ্রীমতি শাওনি সিংহ রায় , রাজ্য সরকারের বিগত দশ বছরের উন্নয়নের খতিয়ান , সাধারণ মানুষের কাছে তুলে ধরেন ।
এই মিছিল থেকে সাংবাদিকদের সামনেও নিজেদের নানা উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তিনি আরো বলেন আমাদের প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রাজ্য সরকারের ১০ বছরের কাজের খতিয়ানের রিপোর্ট কার্ড বিলি করা হবে।