অবতক খবর,২৫ অক্টোবর,ডুয়ার্স: কাঠ চোরেদের দৌরাত্ম্য রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে মোরাঘাট রেঞ্জের অন্তর্গত বিভিন্ন বিট।এই অভিযানে মিলছে একের পর এক সাফল্য।
মঙ্গলবার গোপন সুত্রের ভিত্তিতে সোনাখালী বিট অফিসারের নেতৃত্বে একটি টিম সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরডাঙ্গাপাড়া বাংকু বাজার এলাকায় হানা দিয়ে একটি শালকাঠ উদ্ধার করে নিয়ে যায়।
সোনাখালী বিট অফিসার জানান,মঙ্গলবার গোপন সুত্রে খবর পাই উত্তরডাঙ্গাপাড়া এলাকায় সুপারী বাগানের পাশে রাতের অন্ধকারে কেউ একটি শাল গাছের গুঁড়ি এনে রেখেছে।আমরা ঘটনাস্থলে গিয়ে সেই গাছের গুঁড়ি উদ্ধার করে সোনাখালী বিট অফিসেই নিয়ে আসি।তবে এই গুড়ি কে বা কারা নিয়ে এসেছে সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। উদ্ধার হওয়া গাছের গুঁড়িটি আনুমানিক ৩৫ সেফটির।