সল্ট লেক বিকাশ ভবনের সামনে চলছে পার্শ্বশিক্ষকদের অবস্থান ও অনশনের দিবারাত্র লড়াই। হাড়কাঁপানো শীতে কনকনে হিমকে তুড়ি মেরে লড়াই চালিয়ে যাচ্ছন শিক্ষক শিক্ষিকারা সরকাররের বিরুদ্ধে তাদের দাবি পূরণের লক্ষ্যে।

লড়াই দেখতে চললো ছুটকি
তমাল সাহা

ছুটকি মান্ডি বলে,
বাপ! মাস্টররা লড়াই কইরছ্যে?
শুনলম সল্ট লেকে বিকাশ ভবন আছেক না! উর সামনে বুট্যে। অবস্থানে বইসছ্যে মাস্টরবাবু, দিদিমুণিরা। বাপ! কাগজ বুইলছ্যে উটা নাকি লড়াই!

ঠিকই তো বূইলছে্য কাগজ!হাঁ, লড়াই-ই তো বুট্যে।

বাপ! মুরে লড়াই দিখাইবি?

চল, তুকে কাল লিয়ে যাবো উখানে। ইটা হলো সল্টলেক। উ যে নীল সাদা বাড়িটো দিখছিস উটা হলো বিকাশভবন।

বাপ! ই কে সল্টলেক বুল্যে? সল্ট মানে তো সিদিন বইতে পড়লম লবন। লেক তো বড় পুখরকে বুল্যে! তাই না বাপ?

হাঁ। তু তো সব জানিস বুট্যে!

বাপ! বিকাশভবন ইত্ত উঁচু! আকাশ ছুঁইবার পারে!

হাঁ। বিকাশ হবেক তো লিশ্চই উঁচা হবেক। উ দ্যাখ! দিদিমণি দাদামণিরা বইস্যে রইছ্যে। ইকে বুলে অবস্থান ধর্মঘট।

বাপ! উরা রাইতেও ইখানে থাইকবেক? কষ্ট হবেক লাই? জারা পইড়ছে! উদের মাথায় হিম পইড়বেক লাই? ই তো শীতকাল বুট্যে!

পইড়বেক তো! পইড়ব্যেই। ই তো লড়াই বট্যে। লড়াইয়ে জিততে হুল্যে কষ্ট তো কইরতে হব্যেক বুট্যে!

বাপ! ই কিসের লড়াই বাপ?

ই হুল্যো পেট কা সওয়াল। পেট্যের দানাপানির লিগ্যে উরা লড়াই কইরছ্যে বুট্যে। মাসে তংখ্যা কম মিলছে। সরকার দিচ্ছেই না। সরকার ঈদের কথা শুনছেক লাই। সরকার বুইলছে কত কথা– সহানুভূতি! ধাপে ধাপে উদের বেতন বাড়াবেক! কিন্তু ই সরকার তো ধাপ্পাবাজির সরকার বুট্যে। কথা দিচ্ছে তো কথা রাইখছে লাই।

বাপ, মুনে পইড়ছে। তা বছর খানেক হবেক ব্যুটে। উ যে কল্যাণী আছে না, উখানে পুলিশ আন্ধার কইরে মাস্টরদের বিদম পিটাইছিল, দিদিমূনিদের গায়ে হাত তুইলেছিল, ব্লাউজ ফর্দাফাই কইরে দিছিল। সে কী লাঠিচার্জ রে বাপ! ইখন মনে পইড়ছে।
বাপ! কত্তদিন চইলব্যেক ই অবস্থান?

আরে! ইসব কি বুইলবার কথা! কি বুইলছিস তু? দাবি না মিটা পর্যন্ত ই অবস্থান চইলবেক। ইরপর অনশন হব্যেক। আমরণ অনশন।

বাপ! তাহুল্যে যদ্দিন না মইরব্যেক তদ্দিন ই লড়াই চইলব্যেক?

হাঁ। চইলব্যেক বট্যে। ইকেই তো লড়াই বুল্যে। মানুষকে তো লড়াই কইরেই বাঁইচতে হয় রে!

বাপ! শুন তুকে বুলি ইকটো কথা– জনম লিলাম ই ভূমিতে। তো ইত্তো কষ্ট কইরতে হব্যেক?
বাপ! মাইনষের বেঁইচ্যে থাকাটাই কঠিন বুট্যে, মরণটো খুবই সোজা বট্যে। ইচ্ছেমতো মানুষ মইরে যায়। আত্মহত্যা কইরে মইরে যায়, গুলি খাইয়ে মইরে যায়। বাপ! মানুষ মরবার লিগ্যেই কি এই দুনিয়ায় আসে রে বাপ?
জীবনে বাঁচাটো ইত্তো কঠিন! মরাটা কত্তো সোজা!