এসময়ের অন্যতম কবি শঙ্খ ঘোষ।আজ তাঁর কবিতার মধ্যে পাওয়া যায় সময়ের সরবতা। তাঁকে শ্রদ্ধা।

শঙ্খ বাজে
তমাল সাহা

শ্রীকৃষ্ণের ছিল নারায়ণী সেনা,
হাতে ছিল শঙ্খ পাঞ্চজন্য।

তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ নন,
তিনি নিজেই এক শঙ্খ অনন‍্য।
তাঁকে ঘিরে আছে মানব সেনা।
কলমই তাঁর শঙ্খ,
অক্ষরে প্রতিবাদ সাজান তিনি
মানুষের জন্য।

তিনি নন বিকৃত ও বিক্রিত।
মিছিলেও তাঁর চলমান অস্তিত্ব।
সময়কে ধরেন তিনি,ভাঙেন নীরবতা।
প্রত্যয়ে হেঁটে চলে তাঁর সজীব কবিতা।

জাগায়,জাগিয়ে রাখে তাঁর বজ্রনির্ঘোষ।
তিনি আর কে,শঙ্খ ঘোষ।