অবতক খবর,১৫ সেপ্টেম্বর,পূর্ব বর্ধমানঃ মন্তেশ্বর পিপলন অঞ্চলের বামুনিয়া গ্রামের অনুষ্ঠিত হচ্ছে শতাব্দীপ্রাচীন মনসা পূজা ।পুরোহিত বিকাশ মুখার্জী, রমেশঘোষরা জানান প্রতিবছর ভাদ্র মাসের ২৮ তারিখে বাৎসরিক এইপূজা অনুষ্ঠিত হয়। গ্রামের মানুষজন এই বিগত দু’বছরের করোনার প্রকোপ কাটিয়ে এবছরের জাঁকজমক সহকারে পূজো অনুষ্ঠিত হচ্ছে। এই পূজা উপলক্ষে ঠাকুরের কাছে অনেকে মানত করে কোন মনবাসনার জন্য। পূজার দিন উপবাস করে প্রনামী খাটেন অনেকে। এবং থালায় পূজার বাটা সাজিয়ে মইয়ে করে পূজার তলায় পূজা নিয়ে যাওয়া হয়।
পূজা তলায় মহিলাদের উৎসাহের সঙ্গে ভিড় ছিল চোখে পড়ার মতন। পুরোহিত আরও জানান , এই মনসা পূজো ঝাপানের মনসা পূজো রূপে পরিচিত। এই পূজা উপলক্ষে গ্রামের প্রত্যেকবাড়িতে আত্মীয়-স্বজনও আসে। মেলা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ উৎসাহের সঙ্গে দুই তিন দিন পূজা অনুষ্ঠিত হবে।