অবতক খবর,১৯ ফেব্রুয়ারী,মালদা:- শহর জঞ্জাল মুক্ত রাখতে এবার গলায় মাইক ঝুলিয়ে প্রচার চালালেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা।
প্রতিদিন সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত আবর্জনা ফেলার গাড়ি ঘুরবে ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। পচনশীল ও অপচনশীল আবর্জনা দুটি জায়গায় মজুদ করে জঞ্জাল ফেলার গাড়িতে ঘরের আবর্জনা ফেলার আবেদন জানাতে মাইক নিয়ে পথে নামেন ভাইস চেয়ারম্যান।
জঞ্জাল মুক্ত রাখার অভিযানে পথে নামেন নির্মল সাথীরা।
ভাই চেয়ারম্যান জানান, শহর জঞ্জাল মুক্ত রাখতে সতর্কীকরণের অভিযান শুরু হয়েছে পৌরসভার পক্ষ থেকে। ইংরেজবাজারের ২ নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হয় প্রচার। আগামী তিন মাসের মধ্যে যত্রতত্র জঞ্জাল ফেলা বন্ধ হবে। নির্দিষ্ট গাড়িতেই ফেলতে হবে জঞ্জাল। প্রতিটি ওয়ার্ডে দুই ঘন্টা ঘুরবে এই জঞ্জাল ফেলার গাড়ি।