অবতক খবর,১লা জুলাই: কাঁচরাপাড়া মহিলা তৃণমূল কংগ্রেস ও প্রাক্তণ কাউন্সিলরদের উদ্যোগে পালিত হল ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন। আজ কাঁচরাপাড়া গান্ধীমোড়ে পালন করা হল ডাক্তার দিবস। সামাজিক দূরত্ব বজায় রেখে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীরা ডাঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী শম্পা শীল,শহর তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী কেয়া ঘোষাল,আলোরানি সরকার, সোনালী সিংহ রায় সহ তৃণমূলের অন্যান্য মহিলা কর্মীরা। আজ প্রায় ২০০ ছোট ছোট শিশুদের মধ্যে দুধ এবং ফল বিতরণ করা হয়।

অন্যদিকে কাঁচরাপাড়া ১ নং ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর ঝুম্পা সিং-এর উদ্যোগে ডাঃ বিধান চন্দ্র রায়ের এই দিনটিকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পাশাপাশি কাঁচরাপাড়া শহরের স্বনামধন্য চিকিৎসক ডাঃ জয়দীপ বাগচীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও সেখানে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে প্রাক্তণ কাউন্সিলর ঝুম্পা সিং জানান,”ডাক্তারবাবুদের আমরা ভগবানের আসনে বসাই। কারণ তারা চিকিৎসা করে মৃত্যুর মুখ থেকে আমাদের ফিরিয়ে আনেন। আজ ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন। চিকিৎসক হিসেবে তিনি ছিলেন কিংবদন্তি। তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ দিনটিকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়।”