অবতক খবর,পূর্ব বর্ধমান: একদিকে যান বাহনের যানজট আর অন্যদিকে টোটোর দাপট,পাশাপাশি নো পার্কিংয়ে বাইক ও সাইকেল রেখে দেদার শপিংয়ে ব্যস্ত সাধারণ মানুষের।

মূলত করোনার তৃতীয় ঢেউ আসার আশঙ্কা এখনো কমে যায়নি। এই অবস্থায় পথে-ঘাটে বহু মানুষের সচেতনতার অভাব রয়েছে। আর সচেতনতা তৈরি করতেই বর্ধমানের রাস্তায় নামলেন DSP ট্রাফিক পুলিশ অতনু মুখার্জী। এদিন বর্ধমান শহরের নবাবহাট,কার্জনগেট, স্টেশন মোড়,বিসি রোড ও পার বীরহাটা এলাকায় ট্রাফিক গার্ড এর ওসি বিশ্বনাথ পাইন ও সংগ্রাম মহিতের উপস্থিতিতে
শহরকে যানজট মুক্ত করতে বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র পার্কিং এর বিরুদ্ধে আজ অভিযান চালানো হয় এবং বহু মোটর বাইক আটক করা হয়।

অন্যদিকে শক্তিগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কুল বিশ্বাসের নেতৃত্বে জাতীয় সড়কের উপর টোটো চালকদের আটকে টোটো বাজেয়াপ্তের অভিযান চালান। কার্যতঃ শহর বর্ধমানে যানজট হওয়ায় এলাকার ব্যবসায়ীরা বারবার প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি। আজ ওই এলাকায় বেআইনিভাবে পার্কিং করা বাইক এবং অন্যান্য যানবাহন তুলে নিয়ে যান ট্রাফিক কর্মীরা। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও শহরবাসী।