অবতক খবর,১২ জানুয়ারি: শান্তিপুর বাগআঁচড়া এলাকা থেকে উদ্ধার একটি বিরল প্রজাতির পাখি। বুধবার সকালে শান্তিপুর বাগআঁচড়া অঞ্চলের বলাকা সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা ওই বিরল প্রজাতির পাখিটিকে একটি দোকানে আটকে রাখতে দেখেন। এরপর ওই দোকান থেকে বলাকা সংস্কৃতির মঞ্চের সদস্যরা বিরল প্রজাতির পাখিটিকে উদ্ধার করে খবর দেয় শান্তিপুরে বন্যপ্রাণীর উদ্ধারকারী অনুপম সাহাকে।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা, এরপর ওই বিরল প্রজাতির পাখিটিকে উদ্ধার করে খাঁচা বন্দি করে বনদপ্তর এর হাতে তুলে দেন। যদিও অনুপম সাহা জানান, ওই বিরল প্রজাতির পাখিটি সারস ভ্যারাইটির। আগে জলাশয় জায়গাগুলিতে দেখা যেত কিন্তু এখন সেই পরিমাণে দেখা যায় না। একপ্রকার বলা যেতেই পারে ওই বিরল প্রজাতির পাখি গুলি এখন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে।