অবতক খবর,৭ সেপ্টেম্বর: শান্তিপুরের কৃষকদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে শান্তিপুর-শিয়ালদহ শাখায় উদ্বোধন হলো কৃষক স্পেশাল ট্রেনের।
বিভিন্ন লোকাল ট্রেনে সবজি ও অন্যান্য সামগ্রী নিয়ে যেতে কৃষকদের বেশ ভোগান্তিতে পড়তে হতো। তাই জন্য তাঁরা দীর্ঘদিন ধরে রেল দপ্তরের কাছে দরবার করে আসছিলেন যে সম্পূর্ণ কৃষকদের জন্য যাতে একটি ট্রেন দেওয়া হয় শান্তিপুর শিয়ালদহ শাখায় এবং যাতে নদীয়ার বিভিন্ন শহরতলী ও গ্রামের সবজি কলকাতার পৌঁছতে পারে। অবশেষে কৃষকদের এই দাবিতে সায় দিয়ে সম্পূর্ণ কৃষকদের জন্য একটি ট্রেন আজ বরাদ্দ করলো রেলদপ্তর। শান্তিপুর থেকে শিয়ালদা যাবে এই কৃষক স্পেশাল ট্রেন।মঙ্গলবার কৃষক স্পেশাল ট্রেনের উদ্বোধন উপলক্ষে শান্তিপুর রেল স্টেশনে উপস্থিত ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শিলেন্দ্র প্রতাপ সিং, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ রেলের আধিকারিকবৃন্দ।
কৃষক স্পেশাল ট্রেন চালু হওয়ায় স্বভাবতই খুশি নদীয়ার কৃষকরা।