অবতক খবর,২৯ নভেম্বর : শান্তিপুরের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত নদীয়া বইমেলা। বিগত বছরগুলিতে এই নদিয়া বইমেলা হয়ে এসেছে কৃষ্ণনগরে, এবছর এই প্রথম শান্তিপুরে হবে বইমেলা। আজ তারই প্রস্তুতির জন্য শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, ডিসট্রিক্ট লাইব্রেরী অফিসার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তথা এল. এল. এ শিবনাথ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, পাবলিক লাইব্রেরির সম্পাদক তথা নদিয়া জেলা বইমেলার ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শান্তিপুরের ভূমিপুত্র পলসন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই প্রস্তুতি সভার শেষে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, আগামী ১২ ই ডিসেম্বর থেকে পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বইমেলা, চলবে ১৮ই ডিসেম্বর পর্যন্ত। বিধায়ক এও জানিয়েছেন শান্তিপুর বরাবরই লড়াই করে আসছে, শান্তিপুর কৃষ্টির জায়গা, সংস্কৃতির জায়গা।