অবতক খবর,৪ আগস্ট: প্রেমের সম্পর্কের জেরে মানসিক অবসাদে আত্মঘাতী ১৮ বছর বয়সী এক স্কুল ছাত্র। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক প্রত্যাখ্যান করায় যুবকের অকাল মৃত্যু বলে অনুমান পরিবারের।
ঘটনাটি শান্তিপুর ব্লকের মঠপাড়া এলাকায়, জানা যায় মৃত যুবকের নাম আকাশ বিশ্বাস(১৮) দ্বাদশ শ্রেণীর ছাত্র। গতকালই শান্তিপুর কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিলাপ করেছিল। পড়াশোনার ফাঁকে থ্রিডি ডিজাইনের কাজ করতো, এরপর একটি বেসরকারি সংস্থায় কাজ পায় আকাশ। মাসে প্রায় ২৫ হাজার টাকা বেতন পেতো যুবক।
আকাশ বিশ্বাসের উপরেই নির্ভর ছিল গোটা সংসার। পরিবারের অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই শান্তিপুর সারাঘর এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল রাতে তার নিজের ঘরে বসে ঐ যুবতীর সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথাবার্তা হয়। আজ সকালে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।
এরপর কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার। পরিবারের অভিযোগ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আকাশের সাথে ওই যুবতীর যা কথাবার্তা হয় তাতে পরিষ্কার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে মানসিক চাপ সৃষ্টি করে প্রত্যাখ্যান করায় আত্মঘাতীর পথ বেছে নিয়েছে যুবক আকাশ।
স্বভাবতই যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারের লোকজন শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত তাদের অভিযোগ অনুযায়ী শান্তিপুর থানায় কোন রকম লিখিত অভিযোগ দায়ের করেনি।