অবতক খবর,২৯ জুনঃ পালিত হল ঈদ উল আযহা বা বকরি ঈদ । বৃহস্পতিবার কান্দি মহকুমাজুড়ে শান্তিপূর্ণভাবে ঈদের জামাতের মধ্য দিয়ে ঈদ উল আযহা পালন করলেন মুসলিম ধর্মালম্বী মানুষেরা। খুশিতে মেতে উঠে কচিকাঁচারা। সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন কান্দি পুলিশ প্রশাসন।
মুসলিম ধর্মালম্বী মানুষের কাছে ত্যাগের উৎসব ঈদ উল আযহা এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্তে বকরি ঈদ বা কোরবানির ঈদ নামেও পরিচিত। সমগ্র পৃথিবী জুড়ে হিজরী সনের ১০ তারিখে এই উৎসব পালিত হয়। বৃহস্প্রতিবার কান্দীর বিভিন্ন এলাকার পাশাপাশি জীবন্তিতে ঈদের জামাতের মধ্য দিয়ে পালিত হলো বকরি ঈদ। তাছাড়া কান্দি, পুরন্দরপুর, গোকর্ণ, মহলন্দী, জীবন্তিসহ প্রায় সমস্ত যায়গায় সকাল ৭ থেকে ৮ মধ্যে শান্তিপূর্ণ ভাবে জামাতের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করা হয়। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও খুশিতে মেতে উঠেন কচিকাঁচারা। প্রসঙ্গত প্রত্যেক ঈদ গাহ ময়দান থেকে সৌহার্দ, শান্তি এবং সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে এই ত্যাগের উৎসবে এমন কোনো কাজ আমরা করব না, যেখানে অন্য ধর্মালম্বী মানুষকে আঘাত লাগে। চেষ্টা করব পরস্পরের মধ্যে সম্প্রীতি বজায় রাখা। এই বার্তা পেয়ে প্রশাসন পক্ষ থেকে অভিন্দন জানানো হয়। কান্দি পুলিশ প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।