অবতক খবর,৩ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: ব্লাড ব্যাংক গুলির যে রক্ত সংকট দেখা দিয়েছে, এবং এলাকার থালাসিমিয়া সহ মুমুর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে, শুশুনিয়া গ্রামের শান্তিময় সংঘের সুবর্ণজয়ন্তী উদযাপন ও সরস্বতী পূজা কে সামনে রেখে শুশুনা শান্তিময় সংঘের উদ্যোগে শুশুনা গ্রামের সহযোগিতায়, আজ শুশুনা শান্তিময় সংঘের মাঠ সংলগ্ন এলাকায় স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

উদ্যোক্তাদের পক্ষে প্রদীপ মন্ডল, বিতান মন্ডল , নিলাঙ্কশশী ব্যানার্জীরা জানান ব্লাড ব্যাংকগুলি রক্ত সংকট মেটাতে ও এলাকার মুমুর্ষ রোগীদের সাহায্য করতে এই রক্তদান শিবির । এই বছরে এই রক্তদান শিবির প্রথম তম বছর।
এই রক্তদান শিবিরে মহিলা সহ ৬০জন মানুষজন স্বেচ্ছায় রক্ত দান করেন।

বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের হাতে সমস্ত রক্ত তুলে দেন উদ্যোক্তারা।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, বাঘাসনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচীর দাঁ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। সম্প্রীতির ও সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে একটি করে গোলাপ ফুলের তোড়া, একটি ট্রফি, ও সার্টিফিকেট তুলে দেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দাঁ সহ উদ্যোক্তারা।