অবতক খবর ,সংবাদদাতা ,হুগলী:: সিঙ্গুর :– একশো দিনের কাজে দুর্নীতি ও স্বজন পোষনের অভিযোগ তুলে স্থানীয় পঞ্চায়েত সদস্য,সুপারভাইজার ও স্থানীয় তৃনমুল নেতাকে ঘিরে বিক্ষোভ গ্ৰামবাসীদের। ঘটনা সিঙ্গুরের মির্জাপুর বাকিঁপুর গ্ৰাম পঞ্চায়েতের উত্তর মামুদপুর গ্ৰামের।
গ্ৰামবাসীদের অভিযোগ , নেতা ঘনিষ্ট লোকেদের কাজ না করিয়ে মাষ্টার রোলে নাম ঢুকিয়ে তাদের নামে টাকা ঢুকিয়ে দুর্নীতি করছে তৃনমুল নেতারা। এবং একশো দিনের কাজে ১৮০ টাকা রোজের বদলে ১৩০টাকা রোজ দেওয়া হয়েছে ।
সুপারভাইজার বুদ্ধদেব পাত্র গ্ৰামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়ে জানান,স্থানীয় নেতাদের চাপে অন্য লোকের নাম ঢোকানো হয়েছে,সে একশো দিনের কোন কাজ করেনি এবং মাষ্টার রোলে ২০৪ টাকা রোজ হিসাব করে দেবার পরেও দেখছি ১৩০ টাকা রোজ হয়েছে। ঘটনায় পঞ্চায়েত প্রধান কিছু বলতে চাননি।স্থানীয় সদস্য সবিতা সাঁতরা জানান, গ্ৰামবাসীদের থেকে অভিযোগ শুনে সুপারভাইজারদের বলেছি “যদি কিছু দুর্নীতি বা গন্ডোগোল করে থাকে তার হিসাব কাগজ বের করে সাধারন মানুষকে বুঝিয়ে দাও”।