অবতক খবর, সংবাদদাতা মালদাঃ – আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে ফের কাটমানি নেওয়ার অভিযোগ উঠল মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরে।তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী ঘর পাইয়ে দেওয়ার জন্য ৩০ হাজার টাকা কাটমানি নিয়েছেন বলে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন উপভোক্তারা। তাদের অভিযোগ,৩০ হাজার টাকা কাটমানি নেওয়ার পর তারা দুই কিস্তির টাকা পেয়েছেন। কিন্তু তৃতীয় কিস্তির টাকা না মেলায় তারা ঘর সম্পূর্ণ করতে পারছেন না। তৃতীয় কিস্তির টাকা পেতে আবারও তাদের কাছে কাটমানি চাওয়া হচ্ছে বলে অভিযোগ।কাটমানি না দিলে তারা তৃতীয় কিস্তির টাকা পাবেন না বলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
প্রসঙ্গত মাস দুয়েক আগেও সদস্যা আরাধনা পোদ্দারের স্বামী অলোক পোদ্দারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ প্রশাসনের কাছে জানিয়েছিলেন এক উপভোক্তা সেহেনা বিবি। তারপর তার বিরুদ্ধে ফের কাটমানি নেওয়ার অভিযোগ জানিয়েছেন আরও কয়েকজন উপভোক্তা। অভিযোগকারী গুনো শর্মা বলেন,”তিনি সরাসরি অলক পোদ্দারের হাতেই ৩০০০০টাকা দিয়েছিলেন।তাদের দুরবস্থার সুযোগ নিয়ে,হুমকি দিয়েছেন অলক পোদ্দার।সেহেনা বিবি তার টাকা ফেরত চান।”
অভিযোগকারী উপভোক্তারাও তৃণমূল সমর্থক। গরিব মানুষদের কাছ থেকে কাটমানি নেওয়ায় ক্ষুব্ধ এলাকার অধিকাংশ তৃণমূলের নেতা-কর্মী। এতে দলের বদনাম হচ্ছে বলেও সরব হয়েছেন তারা।