অবতক খবর , অভিষেক দাস , মালদা:- পশ্চিমবঙ্গ শিক্ষা ঐক্য মঞ্চ মালদা জেলা কমিটির ডেপুটেশন ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। ধস্তাধস্তি পুলিশের সাথে। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে দেওয়ার অভিযোগ শিক্ষা কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিলেন মহকুমা শাসক।
উল্লেখ্য, সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে আজ জেলাশাসকের নিকট গোটা মালদা শহর জুড়ে মিছিল করে এসে ডেপুটেশন জমা দিতে আসেন জেলার চুক্তি ভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষা কর্মীরা।
মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হন কয়েক হাজার শিক্ষা কর্মীরা। তাদের ভেতরে ঢুকতে বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় তাদের। যদিও পরে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য পশ্চিমবঙ্গ শিক্ষা ঐক্য মঞ্চের ডাকে ১১ ই জানুয়ারি নবান্ন অভিযান এর ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ প্রতি জেলায় এই সংগঠনের উদ্যোগে জেলাশাসকের মারফত মুখ্যমন্ত্রীকে কাছে দাবি-দাওয়া পত্র তুলে দেওয়া হয়।