অবতক খবর: আগামি শনি এবং রবিবার শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল থাকছে। শুধু শিয়ালদহ শাখায় নয়, হাওড়া শাখাতেও বহু ট্রেন বাতিল করা হয়েছে ট্র্যাক এবং সিগন্যাল মেরামতির কাজের জন্য।রেলযাত্রীদের জন্য বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে ভারতীয় রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, মূলত দমদম মেন আপ লাইনে কাজ হবে। ওই লাইনে দু’দিন প্রয়োজনীয় ট্র্যাকের মেরামতির কাজ চলবে, তাই ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।শনিবার রাত সাড়ে ৯টা থেকে এই ভোগান্তি শুরু হবে। এর জেরে কিছু ট্রেন বাতিল থাকবে । রবিবার সকাল সাড়ে ৯টা থেকে ফের ট্রেন চলাচল শুরু হবে। এই সময়ের মধ্যে একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। এর মধ্যে বনগাঁ থেকে দুটি ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে তিনটি লোকাল ট্রেন বাতিল। বাতিলের তালিকায় ডানকুনি থেকে একটি ট্রেন রয়েছে।

রবিবারও সকালের দিকে এই ভোগান্তি থাকবে বলে জানা গিয়েছে। তবে বেলার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে। মোটামুটি সকাল সাড়ে ৯’টা পর্যন্ত এই পরিস্থিতি চলবে। রবিবার শিয়ালদহ থেকে ১২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।রেলসূত্রে খবর, রবিবার সকাল ৭টা ০২ মিনিটে বারাসত স্টেশন থেকে যে দত্তপুকুরগামী লোকাল ট্রেনটি ছাড়ার কথা ছিল সেটা ৮টা ১০ মিনিটে ছাড়বে।

রবিবার শিয়ালদহ থেকে সব মিলিয়ে ১২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। হাবড়া থেকে দুটি লোকাল ট্রেন, বনগাঁ থেকে দুটি লোকাল, বারাসত থেকে একটি লোকাল, দত্তপুকুর থেকে একটি, ডানকুনি থেকে তিনটি লোকাল ট্রেন বাতিল থাকবে।