অবতক খবর , শিলিগুড়ি : আজ শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে সামনে ক্ষুদ্র মহিলা ব্যবসায়ী সংগঠন থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তারা দাবি জানান মাইক্রোফাইন্যান্স এর সুদ মুকুব করতে হবে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ২৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শংকর ঘোষ।
তিনি জানিয়েছেন যে ভয়াবহ করো না পরিস্থিতির জন্য সুদীর্ঘ দিন ধরে লকডাউন ছিল যার ফলে ক্ষুদ্র থেকে বড় সমস্ত ব্যবসায়ীদের অর্থনৈতিক মন্দার মধ্যে পড়তে হয়েছে। অনেকেই সুদ পারেনি সেই সময়, আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পরে কোম্পানিটি গ্রাহকদের ক্রমশ চাপ দিচ্ছে যার ফলে ব্যবসায়ীদের চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তাই ক্ষুদ্র মহিলা ব্যবসায়ী সংগঠন থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় মহকুমা পরিষদের সামনে।