অবতক খবর, শিলিগুড়িঃ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের হাকিমপাড়ায় জলের মধ্যে পোকা নিয়ে চাঞ্চল্য ছড়ালো । আজ শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা মনোজ ঘোষ দু বোতল জল আনতে গিয়ে জলের মধ্যে পোকা দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পোকাটিকে তুলে ফেলে দেন ।বাইরের কল থেকে জল নিয়ে আসবার পরে পোকা পাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হাকিমপাড়াতে ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শিলিগুড়ির রাস্তার অনেক জায়গায় পাইপ ফাটা থাকে। শিলিগুড়ি পুরসভার নুন্যতম দায়িত্ব নেই এই ফাটা পাইপ সারানোর ব্যাপারে ।ওই ফাটা পাইপ দিয়েই ঢুকছে নানান ধরনের বিষাক্ত কীট পতঙ্গ, তা দেখতে পাওয়া যাচ্ছে জল নেবার সময়। বিষয়টি কর্পোরেশনের দায়িত্বে থাকা অফিসারকে জানানো হয়েছে।