অবতক খবর, শিলিগুড়ি :     শিলিগুড়ি জেলা হাসপাতালের বিরুদ্ধে অন্যান্য রোগীদের না দেখবার অভিযোগ উঠছে বেশ কয়েকদিন ধরে। জেলা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ কোন রোগীকেই ঠিকমতো দেখছেন না হাসপাতালের ডাক্তারেরা। সে পেটের রোগই হোক বা সর্দি কাশী,সাধারন মানুষের কাছে ডাক্তার দেখানো এক চলমান সমস্যা হয়ে দাড়িয়েছে।

শিলিগুড়িতে প্রাইভেট ডাক্তার দের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে,সব চাইতে বড় সমস্যায় পড়েছেন প্রেসার এবং সুগারের রোগীরা। কেউ গায়ে হাত দিয়ে প্রেসার দেখছেন না, বাধ্য হয়ে লোকে হাসপাতালে ভীড় করছেন কিন্তুু হাসপাতালেও সেই একই অবস্থা। শিলিগুড়ি হাসপাতালের আউটডোরে বসে থাকেন রোজ পঞ্চাশ থেকে আশি জন কেউ পেটের রোগ কারো ঠাণ্ডা লেগে জর ডাক্তার পাচ্ছেন না কেউই। সবমিলিয়ে শিলিগুড়িতে ডাক্তার দেখানো এক চলমান সমস্যা হয়ে পড়েছে শিলিগুড়িবাসীর কাছে।