অবতক খবর, শিলিগুড়ি: ব্যাটারিচালিত ই-রিক্সা থেকে এক এক করে খুলে নিয়ে যাওয়া হচ্ছে নানান যন্ত্রাংশ। এবং সেই যন্ত্রাংশ বিক্রি করে দেওয়া হচ্ছে বিভিন্ন ই-রিক্সার যন্ত্রাংশ বিক্রির দোকানে। এমন খবর পেয়েই ঘটনাস্থলে পৌছাল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ির পূর্বধলা এলাকার ঘটনা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্বধলার একটি পরিত্যক্ত জমিতে রাখা ছিল ই-রিক্সাটি। স্থানীয় সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ই রিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার বিকেল থেকে ওই এলাকার একটি পরিত্যক্ত স্থানে ই রিক্সা টি দেখতে পান এবং স্থানীয়রা দেখেন কিছু যুবক ওই রিক্সা থেকে নানান যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে। এরপর শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সন্দেহ রিক্সাটি চুরি করে নিয়ে এসে দুষ্কৃতীরা রিক্সা থেকে যন্ত্রাংশ খুলে খুলে বিক্রি করছিল এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।