অবতক খবর :: শিলিগুড়ি ::   শিলিগুড়িতে করোনা নিয়ে চিন্তায় অশোক ভট্টাচার্য। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাস, ট্রেন চালু হওয়ায় শহরে বাড়ছে বহিরাগতদের প্রবেশ। তবে পুরনিগমের অন্তর্গত দার্জিলং জেলার ওয়ার্ড গুলিতে “কোভিড ১৯” নিয়ে বিশেষ কিছু সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হলেও জলপাইগুড়ি জেলার অন্তর্গত ১৪ টি ওয়ার্ডে তেমন কোনো সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। যার দরুন বহিরাগতরা শহরে নেমে সরকারি নিয়ম না মেনে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। এলাকার মানুষজনদের সাথে মেলামেশা করছে। যার ফলে আক্রান্তের সংখ্যা আরও বাড়ছে।

এই সমস্যা সমাধানে তিনি সব বিদায়ী কাউন্সিলারদের নিয়ে বসতে চান।অশোকবাবু আরো জানান সবাইকে নিয়ে বসলে হয়ত সমস্যার সমাধান কিছুটা হলেও হতে পারে।