অবতক খবর , শিলিগুড়ি : শিলিগুড়িতে করোনা রোগীদের থাকা নিয়ে সমস্যা। দিনের পর দিন বেড়েই চলেছে রোগীর সংখ্যা। গতকাল শিলিগুড়িতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে পয়ষটি জন। এদের মধ্যে দিশান এবং চ্যাং এর হাসপাতালে ভর্তি হয়েছেন তিরিশ জন করে।
প্রায় রোজই বাড়ছে আক্রান্ত, আর রোজই থাকছে দুশ্চিন্তা। এর মধ্যে রোগীদের ঠিকমত খাবার না পৌছাবার অভিযোগও আছে। যত দিন যাচ্ছে রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিন্তায় রাজ্যের সাস্থ্য দপ্তরও। শিলিগুড়ি শহরে রোজই মাষ্ক পড়বার জন্য জরিমানা দিচ্ছেন অনেকেই গোটা শহরে পুলিশের সচেতনতা রক্ষার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে কিন্তুু তাতেও সাধারণ মানুষের সচেতনতা লক্ষ করা যাচ্ছে না।
গতকাল শিলিগুড়ির দিশান হাসপাতালে করোনা রোগীকে ছাড়বার সময় টাকা নিয়ে ঝামেলা হয় একপ্রস্থ। এ নিয়ে রোজই ঝামেলার খবর পাওয়া যাচ্ছে শিলিগুড়িতে। সব মিলিয়ে সাতমাস পরেও করোনা নিয়ে আতঙ্ক কাটছে না শিলিগুড়িতে।