অবতক খবর :: শিলিগুড়ি ::   শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে না মাছ সমস্যায় মৎসপ্রেমীরা। বন্ধ আড়ত,পাওয়া যাচ্ছে না মাছ সমস্যায় মাছপ্রেমীরা।শিলিগুড়ির কোন জায়গাতেই মিলছে না ভাল মাছ,এই দাবী মৎসপ্রেমীদের,আড়ত বন্ধ হয়ে যাবার পর বাজারে পাওয়া যাচ্ছে না মাছ।

শিলিগুড়ির সব বাজারেই একই অবস্থা,সে হায়দারপাড়াই হোক বা বিধান মার্কেট,কিংবা সুভাষপল্লী সব জায়গাতেই একই অবস্থা। একে করোনা নিয়ে আতঙ্কে মানুষ,পাওয়া যাচ্ছে না নিজেদের চাহিদা মতো জিনিস তার মধ্যে মাছ অন্যতম। এই বাজারে বাইরে থেকেও আসছে না মাছ কারন বাইরে থেকে আসছেনা গাড়ি ,ফলে মাছের যোগানও বাড়ছে না বাজারে,আড়ত খুললেই পাওয়া যাবে মাছ,কিন্তুু সমস্যা আড়ত খুলবে ঠিক কবে?এখন এই কথাই সবার মুখে মুখে।