অবতক খবর, শিলিগুড়িঃ নেই প্যাকেটজাত হওয়ার তারিখ। নেই ইউজ বিফোর ডেট। প্রশাসনের উদাসীনতায় চলছে শিলিগুড়ি শহরের দুগ্ধ কোম্পানি পরিষেবা !
সরকারি নিয়ম কানুন না মেনে চলায় সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। শিশু এবং রোগীদের খাদ্য নিয়ে চলছে উদাসীনতা।দীর্ঘদিন ধরেই এই কারবার চলছে শিলিগুড়ি শহরে। পুরনো দুধ বিক্রির কৌশল বলে অভিযোগ ক্রেতাদের। কবে টনক নড়বে প্রশাসনের? যেকোনো সময়ে এই অবহেলা ঘটাতে পারে বিপদ বলেই অভিমত শহরবাসীর। পাশাপাশি প্যাকেটের ওপরে MRP RS: ২২ টাকা লেখা থাকলেও নেওয়া হচ্ছে ২৩ টাকা বলেও অভিযোগ ক্রেতাদের।