অবতক খবর :: শিলিগুড়ি ::    শিলিগুড়িতে বাড়ছে জীবনদায়ী ওষুধের সমস্যা। প্রেসার সুগারের ওষুধ তো দুর অস্ত ইনসুলিনও পাওয়া যাচ্ছে না। ফলে সমস্যায় পড়েছেন অনেক অসুস্থ সাধারণ মানুষ শিলিগুড়ির বিভিন্ন জায়গাতে সকাল থেকেই ভীড় জমছে লোকজনদের।

ইনসুলিনের সমস্যা গোটা শিলিগুড়িতে। জীবনদায়ী ওষুধের আকাল হওয়াতে সমস্যায় পড়েছেন দোকানদারেরাও । তারাও ওষুধ না পেয়ে ক্রেতাদের কাছে নানান প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।

শিলিগুড়ি হাসপাতালেও ন্যায্যমুল্যে ওষুধের দোকানেও একই সমস্যা চলছে। ওষুধ না পাওয়াতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরাও চরম সমস্যায় পড়ে গেছেন। সমস্যায় পড়ে আছেন তাদের আত্মীয়রাও,ইনসুলিন জোগাড় করতে গিয়ে নাজেহাল হচ্ছেন তারা।

দোকানদারেরা দোষ দিচ্ছেন মেডিসিন হোলসেলারদের,হোলসেলারেরা বলছেন, গাড়ি আসছে না তাদের কী করবার আছে ? সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়ে গেছেন জীবনদায়ী ওষুধ কিনতে আসা রোগীর আত্মীয়রা। তারা চোখের সামনে দেখছেন তাদের আত্মীয়দের দুরবস্থা,কিন্তু কিছুই করবার নেই। সব মিলিয়ে চরম সমস্যায় পড়ে আছেন রোগী এবং রোগীর আত্মীয়রা।

কবে ওষুধ পাওয়া যাবে বলতে পারছেন না কেউই। কেউ কেউ আবার ইনসুলিন একটার জায়গায় পাঁচটা নিয়ে বসে আছেন,ফলে ইনসুলিনের না থাকাটা কোন অসম্ভব ব্যাপার নয় বলে জানালেন এক দোকানদার। কার্যত লকডাউনের দিনগুলিতে শিলিগুড়িতে চলছে জীবনদায়ী ওষুধের আকাল।