অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়িতে বেড়েই চলেছে করোনা সংক্রমন। গতকাল গভীর রাত পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় একত্রিশ জন। মারা গেছেন দুজন। এদিকে করোনাতে শিলিগুড়িতে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গোটা শিলিগুড়িতে লকডাউন চাইছেন শিলিগুড়ির উনিশটি ব্যাবসায়ী সংগঠন।
সবার মুখে একই কথা এইভাবে লকডাউন হলে শিলিগুড়ির সব জায়গাতেই সংক্রমন বাড়বে। শিলিগুড়ির যে যে ওয়ার্ডে লকডাউন করা হয়েছে সে ওয়ার্ডের বাসিন্দারা অন্য ওয়ার্ডে গিয়ে প্রয়োজনীয় জিনিস কিনছেন বলে অভিযোগ করছেন অনেকেই। এতে সংক্রমন আরো ছড়াবে বলে মনে করছেন বাসিন্দারা।শিলিগুড়িতে বেশীরভাগ ব্যাবসাই বন্ধ।দোকানপাট বাজার হাট বন্ধ।একমাত্র বিধান মার্কেট ছাড়া বন্ধ সবই।তাই অবিলম্বে শিলিগুড়িতে সম্পুর্ন লকডাউন চাইছেন শিরিগুড়ির সাধারন মানুষ।
শিলিগুড়ির বিভিন্ন এলাকাতে গতকাল সন্ধ্যায় রুট মার্চ করে পুলিশ। রাস্তায় যারা আছেন বা ছিলেন তাদের বাড়িতে ঢুকে যেতে বলা হয়।সবমিলিয়ে শিলিগুড়িতে করোনা পরিস্থিতি যে চিন্তাজনক তা জানেন সরকারও।