অবতক খবর , শিলিগুড়ি : শিলিগুড়িতে মাত্রাতিরিক্ত বিলের ধাক্কায় করোনা রোগীরা। একের পর এক ভর্তি হচ্ছেন করোনা রোগী আর লাগাম ছাড়া বিল নিচ্ছে নার্সিংহোমগুলি। শিলিগুড়ির সেবক রোডের একটি নার্সিংহোমের রোগী ছাড়বার সময় মাত্রাতিরিক্ত বিল নেবার অভিযোগ উঠছে নার্সিংহোমের বিরুদ্ধে।
অভিযোগ ছাড়বার সময় কুড়ি লক্ষের বেশী বিল করে নার্সিং হোম কতৃপক্ষ। পরে তা কমিয়ে দশ লক্ষ টাকা করলেও টাকা দিতে আক্ষম বলে জানায় রোগীর আত্মীয়রা। এই নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা বাড়ে প্রায় চারগুন। পরে স্থানীয় এক নেতার হস্তক্ষেপে ব্যাপারটি মেটে। পরে তিন লক্ষ টাকায় রাজী হয় নার্সিংহোম। এই একই রকম ঝামেলা হয়েছে শিলিগুড়ির খালপাড়া এবং প্রধান নগরের একটি নার্সিংহোমে। মাত্রাতিরিক্ত বিল চাওয়াতে ঝামেলা তৈরী হয় কতৃপক্ষ এবং রোগীর আত্মীয়দের মধ্যে।
এদিকে বেসরকারি নার্সিংহোমকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শিলিগুড়িতে। এর ফলে সুবিধা পাবেন নার্সিংহোম কতৃপক্ষ বলে দাবী করছেন রোগীর আত্মীয়রা। শিলিগুড়িতে বিভিন্ন এলাকায় করোনা পজিটিভ রোগীকে নিয়ে যাবার ক্ষেত্রে গড়িমসি করছে সাস্থ্য দপ্তর অভিযোগ শিলিগুড়ির বেশীরভাগ মানুষের,দেরী হবার ফলে বহু ক্ষতি হচ্ছে মানুষের এই ধারনা শিলিগুড়ির করোনা জয়ী রোগীদের। তাদের মতে ঠিকসময়ে এসে ভর্তি করালে এত সংক্রমন বাড়ত না।