অবতক খবর :: শিলিগুড়ি ::     শিলিগুড়ির ডনবসকো মোড়ের আবৈধ নির্মান ভেঙে দিলো পুরনিগম। ডন বস্কো স্কুলের কাছেই সরকারি জমিতে বহুদিন ধরে সরকারি জমি দখল করে সেখানে অবৈধ নির্মান করা হয়েছিল। বেশকিছু দোকানপাটও গড়ে উঠেছিল।

প্রশাসনের তরফে সেই নির্মান আগেই সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল সেখানকার বাসিন্দাদের। যদিও তা না সরানোয় সোমবার সমস্ত সরকারি নিয়মনীতি মেনে শিলিগুড়ির বিশাল পুলিশ ফোর্স ও পুরনিগমের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আধিকারিকদের উপস্থিতিতে সেখানকার বেশকিছু দোকান ভেঙে ফেলা হয়।

যদিও দোকান গুলি ভাঙা হলেও লকডাউনের কথা মাথায় রেখে কোনো বাড়ি ভাঙা হয়নি। শুধুমাত্র সরকারি জমিতে থাকা দোকানগুলি পুরনিগমের তরফে ভেঙে দেওয়া হয়েছে।