অবতক খবর , শিলিগুড়ি :     শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে অবৈধ সানেটইজার। সব জায়গায় বিক্রি নিষিদ্ধ হলেও যেকোন জায়গায় বিক্রি হচ্ছে এই সানেটাইজার। শিলিগুড়ির সুভাষপল্লীতে রাস্তার বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে সানেটাইজার। রাসতার উপরে দোকানের মধ্যে বিক্রি হচ্ছে সানেটাইজার। যা এইভাবে বিক্রি নিষিদ্ধ হলেও অবাধে বিক্রি হচ্ছে সানেটাইজার। শিলিগুড়ি হাসপাতালে প্রতিদিনই রোগী যাচ্ছেন সানেটাইজার থেকে চর্মরোগের কারনে। ডাক্তার বার বার বলা হলেও কে কার কথা শোনে। বিক্রি করছেন সবাই যা থেকে আজ না হোক কাল ভয়ানক বিপর্যয় নেমে আসতে পারে। শিলিগুড়িতে সরকারি নিষেধাজ্ঞা থাকা হলেও বিক্রি হচ্ছে নানান ধরনের সানেটাইজার।