অবতক খবর,৮ আগস্ট,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ১লা আগস্ট থেকে ১৬ ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যের সঙ্গে শিল্পের সমাধানে শিল্প উদ্যোগীদের দুয়ারে শিবির অনুষ্ঠিত হয়েছে তাহা ৭ই আগস্ট সোমবার বিকালে মন্তেশ্বর ব্লক অফিসের সদ্ভাবনা হলে শুরু হয়, কৃষি পরিকাঠামো প্রকল্প , স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, সংখ্যালঘু ট্রাম লোন, সংখ্যালঘু গোষ্ঠী মহিলাদের লোন, ক্ষুদ্র শিল্পের জন্য লোন প্রকল্প সহ 12 টি প্রকল্প নিয়ে বেকার ছেলেমেয়েদের অর্থিক উন্নয়ন , ছোট ছোট শিল্প উদ্যোগীদের ও ব্যবসায়ীদের ব্যবসা বড় করার উদ্দেশ্যে আর্থিক উন্নয়নের সাহায্যার্থে জন্য আজ দ্বিতীয় দিনের শিল্পের সমাধানে শিল্প উদ্যোগীদের শিল্প দুয়ারে শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লক কর্তৃপক্ষের পক্ষ থেকে।
এই শিবিরে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রামের মানুষজন ও বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা এই প্রকল্পগুলির সহায়তার জন্য আসেন। এই শিবিরের পরিকাঠামো ও সরকারের এরকম উদ্যোগের জন্য শিবিরে আসা মানুষজন দারুন খুশি। এই শিবিরের উপস্থিত মন্তেশ্বর ব্লকের বিডিও গোবিন্দ দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর ব্লক কৃষি আধিকারিক কনক দাস, ব্লক শিল্প আধিকারিক বিশ্বজিৎ রায় ও ব্লকের বিভিন্ন প্রকল্পের আধিকারিক গণ সহ অন্যান্যরা ।
এই শিবির চলবে আগামী ১১ ই আগস্ট পর্যন্ত।