অবতক খবর,৩ ফেব্রুয়ারি: বুধবার হাবড়া পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে লাবনী দাশ ও হাফিজা খাতুন নামে দুই মহিলা একটি শিশুকে বিক্রি করতে আসছে । সেমত পুলিশ ও মহিলা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে হাবড়ায় জিরাট রোড সংলগ্ন এলআইসি বিল্ডিং এর কাছ থেকে হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করে , উদ্ধার করে চারদিনের ছোট্ট শিশুটিকে । শিশুটি এই মুহূর্তে হাবরা হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযুক্ত দুই মহিলা পুলিশি জেরায় স্বীকার করে এর আগেও একাধিক শিশু বিক্রির ঘটনার সাথে তারা যুক্ত ছিল । দুজনের বাড়ি দত্তপুকুর থানার বামুনগাছি এলাকায় ।
পুলিশি জেরায় দুই মহিলার স্বীকার করেছে বামুনগাছি এলাকারই মর্জিনা খাতুন ও কবীর মন্ডল এর সন্তান এই শিশুটি । তাদের আরও চারটি সন্তান রয়েছে, সন্তান হওয়ার সমস্ত খরচা করে অভিযুক্ত লাবনী । বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে বেনামে ভর্তি হয় গর্ভবতী মহিলা সেখানেই সন্তান প্রসব করে। চার লক্ষ টাকার মধ্যে 50 হাজার টাকা দেওয়ার কথা ছিল শিশুটির মা মর্জিনা বিবি কে।
বুধবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কে কে যুক্ত আছে তদন্তে হাবড়া থানার পুলিশ। বৃহস্পতিবার পাঠানো হবে বারাসত আদালতে, শিশুটিকে তুলে দেওয়া হবে চাইল্ড লাইনের হাতে।