অবতক খবর, অভিষেক দাস , মালদা :- শিশু শ্রম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে জেপি নাড্ডার সফরের জন্যে প্যান্ডেলের গেট তৈরি, পতাকা লাগানো সব কাজের জন্যে ব্যবহার করা হচ্ছে।

এই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে হৈচৈ শুরু হয়ে গেছে জেলায়।

আগামীকাল মালদা সফরে আসছেন জেপি নাড্ডা , পুরাতন মালদার সাহাপুরে কৃষকদের সঙ্গে বৈঠক শেষে বিশাল র‍্যালি হবে শহর জুড়ে। তার প্রস্তুতি এখন তুঙ্গে।

আর সেখানেই খোদ বিজেপির জেলা কার্যালয়ের দফতরেই দেখা গেল স্কুল পড়ুয়াদের দিয়ে কাজ করাতে। বেশিরভাগ কাজিগ্রাম হাইস্কুলের পঞ্চম বা ষষ্ঠ শ্রেণির ছাত্র।

প্রত্যেককে ৩০০ টাকা দিন হিসেবে কাজ করানো হচ্ছে।এমনটাই জানা গিয়েছে। দেখা গেল পড়ুয়ারা কেউ গেট করছে।কেউ ফ্লেক্স লাগাচ্ছে কেউ পতাকা লাগাচ্ছে।

ক্যামেরা সামনে আসতেই কিছু বিজেপি নেতৃত্বের অঙ্গুলি হেলনে মুখ বন্ধ করে পালাতে পারলে বাঁচে পড়ুয়ার দল।

.
এদিকে জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডলের ব্যাখ্যা এটা তৃণমূলেরই কারসাজি। নাড্ডার সফরকে কালি লাগানোর অপচেষ্টা।
অন্যদিকে, তৃণমূল সভানেত্রী মৌসম নূরের বক্তব্য, এই নিয়ে তাঁরা অভিযোগ জানাতে চলেছেন। তাঁর দাবি,তৃণমূল এমন নোংরা কাজ করে না।