অবতক খবর, উত্তর ২৪ পরগণাঃ আজ সকাল থেকেই শুরু হল নৈহাটি কাঁকিনাড়ার ৪নং লাইনের সম্প্রসারণের কাজ। এছাড়াও ইচ্ছাপুর থেকে নৈহাটি পর্যন্ত ইন্টারলকিং সিস্টেমের কাজ। এই কাজের ফলে বেশীরভাগ ব্যান্ডেলমুখী দূরপাল্লার ট্রেন গুলির রুট বদল করা হয়েছে এবং আর এই কাজের জন্য ৮দিনে মোট ৩০০ টিরও বেশী বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে ।
ট্রেন দেরীতে আসায়, অনেক যাত্রীই ভ্রূকুঁচকাচ্ছেন। তাদের বিরক্তি প্রকাশ করছেন। আবার কেউ কেউ ট্রেন ধরবার জন্য এবং সঠিক সময়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই বাড়ি থেকে বেড়িয়ে পড়েছেন। আজ ছুটির দিন হলেও আগামীকাল থেকে চাপ বাড়বে অফিস যাত্রিদের এবং স্কুল কলেজ পড়ুয়াদের জন্য। সেক্ষেত্রে দুর্ভোগ আরও বাড়বে যাত্রীদের ।
তাই যুদ্ধকালীন তৎপরতায় রেল কর্তৃপক্ষ কাজ শুরু করেছেন।