অবতক খবর :: কুচবিহার :: আজ মঙ্গলবার সকাল ১০টায় ত্রাণ বিতরণ শুরু করা হয়। দুঃস্থদের আগে থেকেই চিহ্নিত করে তাদের কৃষক বাজারে আমন্ত্রণ করে ডেকে নেওয়া হয়েছে। শীতলখুচী ব্যাবসায়ী সমিতির সভাপতি বাসুদেব সাহা ত্রাণ বণ্ঠনের সুচনা করেন। দুঃস্থদের প্রত্যেককে একটি করে সাবান সহ তিনকেজি চাল, দেড় কেজি আলু, ডাল, কাচা লঙ্কা, করলা, পাটশাক এমনকি দেওয়া হয় শুটকি মাছও।
কৃষক মান্ডী ব্যবসায়ী সমিতির সম্পাদক মজিবর রহমান জানান, সর্ব্ব মোট ১৫০জন দুঃস্থ অসহায় মানুষকে আজকে ত্রাণের খাদ্যসামগ্রী দেওয়া হলো। আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলখুচী ব্যবসায়ী সমিতির সম্পাদক ও বিশিষ্ঠ সমাজসেবী তপন কুমার গুহ ও আরোও অনেকে।
মান্ডীর তরফে এই ত্রাণের সামগ্রী পেয়ে দুঃস্থ মানুষেরা ভীষণ উপকৃত হলেন বলে ব্যবসায়ী সমিতিকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।