শীতের গান
তমাল সাহা
ভিখিরিদের বাঁচার ইচ্ছে প্রবল। তাই তারা ভিক্ষে করে।
হাভাতে পেট, তার আবার মান অপমান!
তুচ্ছ শীত, বেঁচে থাক দয়ার দান।
খিদে পেট পাকস্থলী নাড়িভুড়ি পোড়ায়। ভিখিরিদের চেয়ে কি দারিদ্র্য গবেষক অর্থনীতিবিদরা বেশী জানে?
এ আগুন নেভাতে চায় তারা।
শীতে আগুন জ্বালাতে চায় তারা।
খণ্ড টুকরো আগুন জ্বলে কোথাও গাছের নিচে গ্রাম থেকে গ্রামান্তরে, কোথাও ফুটপাতের কোণে।
তারা বেঁচে থাকে শুধু নিজের জেদে ও তেজে।
আগুনের মর্ম শুধু ভিখিরিরা জানে।
জীবন খুবই দামী–
একথা পৃথিবী বলে যায় তাদের কানে কানে।
আমি নেমেছি সন্ধানে, অনির্বাণ আগুন জ্বলে কোনখানে!
আমি এখনো দেখিনি কোনো ভিখিরির মৃতদেহ পুড়ছে শ্মশানে!