অবতক খবর,২৮ ডিসেম্বর,মালদা, ২৮ ডিসেম্বর: শীতের মরশুমে বাজার দাপাচ্ছে আশাপুরের সুস্বাদু বেগুন। এই বেগুনের চাহিদা মেটাতে রীতিমত হিমশিম খাচ্ছেন চাষী থেকে বাজারের বিক্রেতারা। চাঁচোল মহাকুমার আশাপুর এলাকার বেগুনের খ্যাতি রয়েছে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই জমি থেকেও বেগুন তোলার কাজ শুরু করেছেন চাষিরা।
একসময় চাঁচোলের আশাপুরে চাষ হলেও এখন মালদা জেলার গাজোল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মানিকচক সহ বিভিন্ন ব্লক চাষ শুরু হয়েছে এই বেগুনের। মালদা জেলায় শীতের মরশুমে প্রায় এক হাজার একর জমি জুড়ে এই বেগুন চাষ হয়ে থাকে। উৎপাদনের মাত্রা কয়েকশো কুইন্টাল। বর্তমান বাজারে ৪০ থেকে ৫০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এই বেগুন। স্বভাবতই খুশী চাষিরা।