অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- শুভেন্দু অধিকারী পদত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান তিনি বলেন বহুদিন ধরেই শুভেন্দু বাবুর দর কষাকষি চলছিল বিজেপির সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তাকে এত বড় দায়িত্ব দিয়েছিলেন তিনি বাংলায় আরো বড় দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখছেন ।

তবে ভোটের আগে এই রকম দলবদলে কোনো প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন তিনি বলছেন জেলার এমন কিছু বিজেপি নেতা আছে যারা নিয়মিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে। বিজেপি ঘোলা জলে মাছ ধরতে অভ্যস্ত তাই শুভেন্দুবাবুর সঙ্গে দীর্ঘদিন ধরেই যোগাযোগ রাখছিল বিজেপি , তবে পদত্যাগ প্রসঙ্গে তৃণমূল দলের কোন ক্ষতি হবে না বলেই মনে করছেন।

বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ জানালেন কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তৃণমূল কংগ্রেসে থাকতে পারে না তাই শুভেন্দু বাবু দীর্ঘদিন ধরেই তৃণমূল বিরুদ্ধে মুখ খুলেছেন ,এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সোনার বাংলা তৈরি করার চেষ্টা করছে।

বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই মা-বোনদের সুরক্ষা এছাড়াও যেভাবে তৃণমূল দল চলছে কোন ভদ্র শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই দলে থাকতে পারে না তাই তিনি পদত্যাগ করে বুদ্ধিমানের কাজ করেছেন।