অবতক খবর,১লা এপ্রিলঃ ২রা এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য সমস্ত ব্যবস্থা করলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী। দু’বছর অনলাইনে পরীক্ষা হবার পর এই প্রথম হোম সেন্টারেই পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। কাঁচরাপাড়ার সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে চেয়ারম্যান কমল অধিকারী ব্যবস্থা করেছেন অস্থায়ী ছাউনি এবং জলের। শুধু তাই নয়, অভিভাবকদের যাতে কোন অসুবিধা না হয় এই গরমে,সেই জন্য তিনি একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করেছেন।

 

এ প্রসঙ্গে কমল অধিকারী বলেন,জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় একটি পরীক্ষা উচ্চমাধ্যমিক। শুধু ছাত্র-ছাত্রীরাই নয়, অভিভাবকরাও এই পরীক্ষা নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন। যে সকল ছাত্র ছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য অনেক শুভকামনা রইলো আমার পক্ষ থেকে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের অভিভাবক, অভিভাবিকাদের হয় যাতে কোন অসুবিধা না হয় সেই কারণে আমরা যৎসামান্য ব্যবস্থা করেছি। আশা করছি তাদের কোন অসুবিধা হবে না এবং যদি কারো অসুবিধা হয় তবে সরাসরি তা আমাদের জানাতে পারেন।