অবতক খবর,৩ ফেব্রুয়ারী : শ্যামনগর ঝাউতলা মোড়ে কাউগাছি রাহুতা এরিয়া কমিটির পার্টি অফিসে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য।ঘটনাস্থলে বাসুদেবপুর থানার পুলিশ পৌঁছে বোমা টি উদ্ধার করে।
পুলিশ জানায় এটি বোমা নয়।আতঙ্ক ছড়ানোর জন্য বোমার মতো তৈরি করে কে বা কারা এখানে রেখে গিয়েছে। সিপিআইএম এর অভিযোগ রাজনৈতিক ভাবে তাদের অগ্রগতি থমকে দিতে আতঙ্কিত করার উদ্দেশ্যেই এই বোমা রাখা হয়েছে। যদিও কে বা কারা করেছে তা স্পষ্ট নয়।