অবতক খবর,১৬ মার্চ: শিল্পাঞ্চলকে সাংস্কৃতিক শহর হিসাবে ধারাবাহিকতা বজায় রাখতে রবিবার উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর মহকুমার অন্তর্গত শ্যামনগরের রবীন্দ্র ভবনে জগদ্দল নাট্য সমন্বয় মঞ্চের দশ দিনব্যাপী নাট্যমেলার প্রথম বর্ষের প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক।

উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, উত্তর ২৪ পরগনা জেলার পূর্ত কর্মাদক্ষ দীপক লাহিড়ী, ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান রেবা রাহা সহ সিআইসি অরুণ ব্রহ্ম, বারাকপুর এক পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাদক্ষ সহ বিভিন্ন গুণীজন ব্যক্তিবর্গ।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ পার্থ ভৌমিক জানান জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে জগদ্দল ও ভাটপাড়া বিধানসভার সমস্ত নাট্য কুশলীদের নিয়ে এলাকার সংস্কৃতের পরিবেশ ফিরিয়ে আনতে এই উদ্যোগ বলে ব্যাক্ত করলেন।