অবতক খবর,১২ এপ্রিল: করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রভাবে পশ্চিমবঙ্গে লকডাউন চলছে। ফলত, জুটমিলগুলিও বন্ধ হয়ে গেছে। গঙ্গার তীরবর্তী জুটমিল অঞ্চল শ্রমিক অধ্যুষিত অঞ্চল।‌ বিভিন্ন রাজ্যের শ্রমিকেরা এখানে বসবাস করেন। এখানে রয়েছে শ্রমিক মহল্লা এবং বস্তি। এটা সকলেই জানেন যে, এই অঞ্চলটিকে বলা হয় মিনি ভারতবর্ষ।

কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার ১৯ মার্চ সার্কুলার জারি করে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য নির্দেশনামা জারি করেন। আন্তর্জাতিক তথা এই জাতীয় বিপর্যয়ে শ্রমিকদের মুখের অন্ন যাতে কেড়ে না নেওয়া হয়, তাদের পেটের দানাপানি যেন ঠিকমতো চলে সেই জন্য দুই সরকার এই নির্দেশ জারি করেন। কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এই নির্দেশ অমান্য করে মালিকপক্ষ। তাদের যে সংগঠন আইজেএমএ জানিয়ে দেয় যে, তাদের কাছে এমন কোন সার্কুলার বা নির্দেশনামা আসেনি। তাই তারা শ্রমিকদের বেতন দিচ্ছেন না।

এ ব্যাপারে যথাযোগ্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য ৭টি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ নৈহাটি থানা প্রশাসনের কাছে আবেদন রাখেন। তারা থানা প্রশাসনকে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে যথোপযুক্ত ব্যবস্থা অবলম্বনের জন্য অনুরোধ করেন। আন্তর্জাতিক এই বিপর্যয়ে শ্রমিকশ্রেণী যেন ভুখা পেটে না থাকেন।

উল্লেখ্য,আজ ট্রেড ইউনিয়ন সমূহ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে রাজ্য জুড়ে বিভিন্ন থানায় ডেপুটেশন দেন। আজ হুকুমচাঁদ,নৈহাটি জুট,ALLIANCE,AUCKLAND,RELIANCE,KANKINARA JUTE,ANGLO INDIA,NAFARCHAND,GOURISHANKAR,KELVIN,KAMARHATI,PABARTAK, AGARARPARA জুট মিল গুলোর পক্ষ থেকে থানায় ডেপুটেশন দেওয়া হল।