অবতক খবর,২৪ জুলাই: শ্রাবণ মাস শুরু হতেই বাবার মাথায় জল ঢালার জন্য প্রতিটি শিব মন্দিরেই অগণিত ভক্তদের ভিড়। আবার এই শ্রাবণ মাসে মহিলারা তারা সবুজ রংয়ের কাচের চুড়ি পড়ার জন্য ভিড় করছে দোকানে।
কি কারনে শ্রাবণ মাসে এই সবুজ কাছে চুরি পরা এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত সকলের। কিন্তু এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে পরিবর্তন আসবে জীবনে
এই মাসের সঙ্গে সবুজ রঙের একটা আলাদা তাৎপর্য আছে যে কারণে শ্রাবণ মাসে মহিলা রা সবুজ কাচের চুড়ি পড়ার জন্য দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন এ বিষয়ে রয়েছে বিশেষ মাহাত্ম্য।
এই শ্রাবণ মাসে সবুজ চুড়ির দাম যথেষ্ট নাগালের মধ্যেই কোথাও বিক্রি হচ্ছে ২৫ থাকার ওজন কোথাও ৪০ টাকা আবার কোথাও ৫০ টাকা। চুরির চাহিদাও তুঙ্গে। অনেকে বলেন শ্রাবণ মাস বর্ষাকাল এই বর্ষাকালে চারিদিকে গাছপালা সবুজ সবুজ হচ্ছে শান্তি এবং সমৃদ্ধির প্রতি ক। সুতরাং এই মাসে সবুজ চুড়ি করলে সৌভাগ্যের উদয় হয় বলে অনেকের বিশ্বাস।
এছাড়া অনেকে মনে করে শ্রাবণ মাস সবুজ চুড়ি পরায় বিবাহিত হওয়ার লক্ষণ ও প্রকাশ করে। শুধু তাই নয় এই রংটি হতাশা থেকে মানুষকে মুক্তি পেতে সহায়তা করে। তাছাড়া আমরা জানি সবুজ রং আমাদের চোখকে স্বাচ্ছন্দ্য দেয় সবুজ রং অসুস্থ মানুষের জন্য জীবন দায়ী ওষুধ হিসাবেও ।
সে যাই হোক না কেন এই মাসে চুড়ির দোকানে সবুজ রংয়ের চুড়ি পরার জন্য মহিলাদের ভিড় জমে উঠেছে, বিক্রেতা রাও খুব খুশি। তাদের বক্তব্য কি কারনে সবুজ চুড়ি মহিলারা পড়েন সেটা বলতে পারব না ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন রকমের মত কিন্তু এটা বলতে পারি শ্রাবণ মাসের শুরু থেকেই এই চুড়ির চাহিদা তুঙ্গে।