অবতক খবর,৩০ অক্টোবর: সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নিউটাউনের কারিগরি ভবনে ডেপুটেশন কর্মসূচি।
দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে রেজিস্টার পোস্ট কর্মরত কর্মচারীর ডিটেলমেন্ট এর আদেশনামা প্রত্যাহারের দাবিতে এডিশনাল চিফ সেক্রেটারি কে প্রতিনিধিমূলক ডেপুটেশন।
সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক শিবাস তিওয়ারি তিনি এখানে টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আছে উনি সেখানে রেজিস্টার পদে কর্মরত হঠাৎ করে উনার পোস্টিং এর অর্ডার বার করা হয়েছে পিডংয়ে বদলি করা হয়েছে বিডিও পোস্টে। সেখানে এরকম কোন পোস্ট নেই। যারা এই সরকারের বিরোধিতা করছে মহার্ঘ ভাতা চাইছে বা কোন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে এভাবে বদলি করে দেয়া হচ্ছে।
Nsqf এর শিক্ষকরা আছেন তারা ঠিকমতো মাইনে পান না। তাদের যে ESI কাটা হয়েছে তার হিসাব দেওয়া হচ্ছে না। আমরা এর আগেও এখানে এসেছি এবং তাদের যে ডাইরেক্টর তার সঙ্গে কথা বলেছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি।