একটি বজ্রবাহী বিধ্বংসী মেঘ চাই

সংবর্তক
তমাল সাহা

ওপরে আকাশ
আকাশের বুকে মেঘ।
মেঘ সংবর্তক হয়ে উঠলে
সে নটরাজ, তীব্র তার বেগ।

সে দেখে নিচে মানুষ
অসহায়,বড় কষ্টে আছে
কী আর করে সে!
ধ্বংস ডেকে আনবে বলে
সেজে ওঠে যুদ্ধং দেহি রণবেশে।

মেঘটিকে দেখো—
চেনো তার সংহারী রূপ
বিমূর্ত মেঘ,কী রঙিন অপরূপ!

দেখো ছুটে চলেছে মহাসমরে
কবে হানা দিবি, বল তুই মেঘ!
রাষ্ট্রীয় শোষণাগারে ?

ছবিঃ শঙ্কর প্রসাদ মুখার্জির ওয়াল থেকে