অবতক খবর , উৎপল রায়, জলপাইগুড়িঃ     ‘শেষ পর্যন্ত পার্টি অফিস ভাড়া দিল সিপিএম ‘এই শিরোনামে গত চৌঠা অক্টোবর একটি সংবাদ প্রচারিত হয়। একই সাথে ওইদিনই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিডিয়া চ্যানেলে সংবাদটি প্রকাশিত হয়। এই সংবাদের জের প্রবল অস্বস্তিতে পড়ে সিপিএম দল। নিজেদের দুর্বলতা ঢাকতে ও অস্বস্তি কাটাতে যে ৬ জন ফেরিওয়ালাকে ওই ঘর ভাড়া দিয়েছিল তাদেরকে পরদিন সকালে ঘর থেকে বের করে দেয়। সেই সঙ্গে তারা একটি মিথ্যে ভিডিও বানিয়ে প্রচার করে যে আমাদের সাংবাদিক তাদের আশ্রিতদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে দলের বদনাম করবার জন্য ষড়যন্ত্র করে তাদের মুখ দিয়ে বলিয়ে নিয়েছে যে ২০০০ টাকার বিনিময়ে তাদের ভাড়া দিয়েছে ।

এরপর সিপিএমের দলীয় পেজে লাগাতারভাবে প্রবাহ তিস্তা তোর্সা সব সময়ের এবং অন্যান্য মিডিয়ার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে ।ধুপগুড়ির ডিওয়াইএফআইয়ের জোনাল নেতা কৌশিক দাস ফেসবুক হুমকি দিয়েছেন প্রমাণ না দিতে পারলে রাস্তায় নেমে হিসাব বুঝে নেবেন। গতকাল গণশক্তি পত্রিকা একটি সংবাদ প্রকাশ করে যে সিপিএম নেতাদের তিনঘন্টা থানায় বসিয়ে রেখে ও অভিযোগ জমা নেয়নি এবংতাদের হেনস্থা করে।

উল্লেখ্য তারা প্রবাহ তিস্তা তোষার বিরুদ্ধে থানায় এফআইআর করতে গিয়েছিলেন। এরপর থেকেই অবিরাম কুৎসা অপপ্রচার করে যাচ্ছে ,কারণ এই সংবাদটি দলের মধ্যে প্রবল অস্থির বাতাবরণ তৈরি করেছে ।এই পরিপেক্ষিতে সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকের নিরাপত্তা ইত্যাদি সুরক্ষিত রাখতে ও হুমকি প্রদান কারী যুব নেতার বিরুদ্ধে আজ বেলা বারোটায় ধুপগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আইসি সুবীর কর্মকার বিষয়টি খতিয়ে দেখে আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য প্রায় ৪০ জনেরও বেশি সাংবাদিক আজ ধুপগুড়ি থানায় ডেপুটেশন অংশ নেয় এবং শেষে সাংবাদিকদের একটি দল এই অভিযোগ পত্র তুলে দেন।