অবতক খবর :: নদীয়া :: রেল বেসরকারী করনের প্রতিবাদে আজ নদীয়ার শান্তিপুর রেল স্টেশনের গোলপার্কে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এক প্রতিবাদ সভার আয়োজন করেন ৷
প্রসঙ্গত উল্লেখ ওই জায়গায়ই সকালে পৌর প্রশাসক অজয় দে রেল বেসরকারিকরণ বিরুদ্ধে তৃণমূলের দলীয় কর্মসূচি পালন করেন। বিকালে কয়েশকর্মী সমর্থকের সামনে আজ বিকালে রেল বেসরকারী করনের জন্য কেন্দ্রীয় সরকারের মুন্ডুপাত করেন তৃণমূল নেতা অরবিন্দ মৈত্র, ইয়ার আলী মল্লিক, রীনা প্রামানিক, কুমারেশ চক্রবর্তী এবং বিধায়ক অরিন্দম ভট্টাচার্য ৷ বেশ কিছু দিনপর আজ আবার মাইক ধরে কুমারেশ চক্রবর্তী তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে নাম না করে শান্তিপুর পৌরসভার প্রাক্তন পৌরপতির বিরুদ্ধে সরব হন ৷
অন্যদিকে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারী করনের তীব্র প্রতিবাদ করেন ৷ অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে সাংসদের বিরুদ্ধে তীব্র আক্রমন জানান ৷