অবতক খবর :: শিলিগুড়ি :: ২৯ এপ্রিল ::    শিলিগুড়ির হাশমি চক থেকে শুরু করে হিলকার্ট রোড জুড়ে রাস্তার পাশে ফুটপাতে রোজই বসে থাকেন প্রচুর মানুষ। কেউ থাকেন খাবারের আশায়, কেউ আবার আর্থিক সাহায্যের আশায়।

তেমনই একজন সরবালা বর্মণ। ঝঙ্কার মোড়ের বাসিন্দা। বাড়িতে একাই থাকেন। পেশায় দিনমজুর। কিন্তু লকডাউনের কারণে এখন আর কাজ নেই। সঞ্চয়ও শেষ। এই অবস্থায় রোজ হিলকার্ট রোডে ফুটপাতেই বসে থাকেন। আশায় কখন কোনো সংগঠনের সদস্যরা এসে খাবার দেবেন। কিন্তু কোনও কোনও দিন একবেলা খাবার মিললেও অন্যবেলা না খেয়েই কাটাতে হয়। তাই তৈরি খাবার পেলেও এখন সরবালা বর্মণের মতো অনেকেই চাল ডাল পাওয়ার আশায় দিনভর বসে রয়েছেন হাপিত্যেশ করে।