তোর কি মনে পড়ে
এ মাসেই নভেম্বর বিপ্লব!
আজ এ মাসেই
ভারতীয় শ্রমিকের জয়ের উৎসব।
সতেরো দিনের লড়াই
তমাল সাহা
সতেরোটি রাত্রির ঘনায়মান অন্ধকার
সতেরোটি দিনের ভয় আতঙ্ক উৎকণ্ঠাকে
হারিয়ে দিয়ে উত্তর-পূর্ব গোলার্ধের উপমহাদেশ এই ভারতবর্ষের হিমালয় প্রান্তিকে উড়ছে পৃথিবীর দীর্ঘতম বিজয়ী পতাকা
কে,কোথায় আছো? বেরিয়ে পড়ো।
তোমাদের শ্রমজীবী বাপেরা জিতে গেছে
তোমাদের মজদুর স্বামীরা জিতে গেছে
তোমাদের কামগার ভাইয়েরা জিতে গেছে
চ্যালেঞ্জ আর আত্মবিশ্বাসের হিম্মৎ কি মানুষকে প্রতারণা করতে পারে?
শোনো মাথামোটা বুদ্ধির পরাজয় ঘটেছে
কে বড়? মানুষ না মেশিন, তা প্রমাণ হয়ে গিয়েছে
রবীন্দ্রনাথের ওরা কাজ করে পাহাড়ে নগরে বন্দরে
সুকান্তের ওরা কাজ করে কলে কারখানায়
নজরুলের ওরা কুলি-মজুর আমাদের পাড়ায় পাড়ায়।
শোনো! ঝোপড়ি বস্তিতে থাকা কুলি লাইনের মানুষেরা জিতে গেছে
শ্রমের বিকল্প কিছু নেই, শ্রমিকের বিকল্প কিছু নেই
যন্ত্রদানবকে হারিয়ে দিয়েছে আমাদের মজদুরদের হাতের কারিগরি ও কৌশল
তোমার চারধামে কেদারনাথ বদ্রীনাথেরা নেশা করে ঘুমিয়ে আছে
রাষ্ট্রশক্তি কিছু নয়, তার বিন্দুমাত্র শক্তি নেই
সে এখন আমাদেরই পয়সায় কিনে রাখা ঝুড়ি ঝুড়ি শুভেচ্ছার ফুল পাঠাবে
নির্মাণ শ্রমিকদের বাড়িতে
শ্রমিকই ঘটাতে পারে বিপ্লব— শ্রমিকের মুক্তি শ্রমিকেরই হাতে
শ্রমিকের হাতেই শেকল ভাঙার আয়োজন
পদ্ধতি ও কারুকাজ
জন হেনরি! জন হেনরি!
জন হেনরি গাঁঈতি শাবল হাতে
গড়ে চলে পথ, দেখায় রাস্তা
শোনো! শোনো! সংঘর্ষ ও নির্মাণের আওয়াজ!
গায়ে গতরে খাটা মানুষ জিতে গেছে
জিন্দাবাদ! জিন্দাবাদ!